গ্যাবার পর মেলবোর্নেও সেঞ্চুরির দেখা পেলেন স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে তার রেকর্ড সেঞ্চুরির দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ৪৭৪ রানে।
প্রথম ইনিংসে স্বাগতিকদের এ রানের জবাবে এখন ব্যাট করতে ভারত। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের টেস্ট ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ।
ভারতের বিপক্ষে যা তার ১১তম সেঞ্চুরি। দলটির বিপক্ষে টেস্টে এটিই কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া শেষ করে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান নিয়ে। দ্বিতীয় দিনে স্মিথ অধিনায়ক প্যাট কামিন্সক নিয়ে শুরু করেন খেলা।
এ জুটি সপ্তম উইকেটেই যোগ করেন ১১২ রান। কামিন্স অবশ্য ফিফটির খুব কাছাকাছি গিয়ে ফেরেন ৪৯ রানে। তবে এর আগে, ১৬৭ বলে সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করেন স্মিথ।
কামিন্সের পর মিচেল স্টার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন স্মিথ। ১৫ রান করে স্টার্ক ফেরার পর ১৪০ রানে বিদায় নেন স্মিথও। শেষ ব্যাটার হিসেবে নাথান লিয়ন সাজঘরে ফেরেন ১৩ রান করে। ৬ রানে অপরাজিত থাকেন স্কট বোল্যান্ড।
এর আগে, গতকাল মেলবোর্নে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস আর উসমান খাজা উদ্বোধনী জুটিতে তোলেন ৮৯ রান।
মারমুখী কনস্টাস ৬৫ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬০ রান। এর মধ্যে জসপ্রীত বুমরাহর এক ওভারে নেন ১৮। আর দেখেশুনে ১২১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন খাজা। মার্নাস লাবুশেন ১৪৫ বলে করেন ৭২।
একটা সময় ২ উইকেটেই ২৩৭ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে আর ৯ রান তুলতে হারায় ৩ উইকেট।
ট্রাভিস হেডকে শূন্য রানে বোল্ড করার পর মিচেল মার্শকেও ৪ রানে উইকেটরক্ষকের ক্যাচ বানান বুমরাহ। অ্যালেক্স ক্যারি আউট হন ৩১ রান করে।
টেস্টের শুরুটা ভালো না হলেও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। ৩ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। আকাশ দীপের পকেটে গেছে দুই উইকেট।
জেএন/পিআর