বিএনপি কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) মাহমুদা খানম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়।
তবে কোথা থেকে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটে আসামিরা সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার বাড়িতে ঢুকে তার ছেলে বিএনপি কর্মী সুজনকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়।
ওই রাতেই সুজনকে মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাবেক এমপি আব্দুর রউফ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া মডেল থানার সাবেক ওসি নাসির উদ্দিন, একই থানার সাবেক ওসি এ কে এম মিজানুর রহমান, ওই থানার সাবেক এসআই সাহেব আলী, এস আই মোস্তাফিজুর রহমান, দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান টোকন চৌধুরী প্রমুখ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএন/পিআর