চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কমীর্রা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। নিহত রুবেল একই এলাকার মো. রফিকের ছেলে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, নিহত রুবেল শুক্রবার দুপুরে ক্লবের পাশে সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।
জেএন/পিআর