চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

বিনোদন ডেস্ক :

বর্তমান রাজনৈতিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না।

- Advertisement -

শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

- Advertisement -google news follower

এদিন একটি সূত্র জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো বিষয়ই বিএফডিসিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে করা হয়।

- Advertisement -islamibank

এ জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন বিএফডিসির বাইরে করতে পরিচালকরা সম্মতি নন। এ অবস্থায় পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে বিএফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।

এদিকে এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এরমধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ