লোহাগাড়ায় সড়কে প্রাণ গেল বাইক আরোহীর, আহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মহিম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় বাইকের আরও দুই আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -google news follower

নিহত মহিম একই ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের রাজঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ভাগ্যরকুল এলাকার মো. বাবুলের ছেলে মো. নাঈম (১৯) ও একই এলাকার আবু তাহেরের ছেলে বাইক চালক মেহেদী হাসান (১৬)।

জানা গেছে, নিহত মহিম ও আহত নাঈম সম্পর্কে মামা–ভাগিনা। ঘটনার দিন ভাগিনা নাঈম তার বন্ধু মেহেদীকে সাথে নিয়ে মোটরসাইকেলে মামা মহিমের বাড়ির দিকে যাচ্ছিলেন।

- Advertisement -islamibank

আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান সংলগ্ন এলাকায় পৌছালে চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যান তাদের বাইকে ধাক্কা দেয়। তিনজনই ছিটকে পড়ে সড়কে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তবে চমেকে পৌঁছার আগেই মহিমের মৃত্যু হয়েছে। গুরতর আহত অবস্থায় নাঈম ও মেহেদি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM