চন্দনাইশে অকটেনের আগুনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে চুলায় রান্নার কাজে ব্যস্ত স্ত্রী নাজমা আক্তারের (২২)কে লক্ষ্য করে অকটেন ছুঁড়ে মারে স্বামী আব্দুল জব্বার (২৮)। মুহুর্তেই আগুন লেগে শরীর ঝলসে যায় স্ত্রীর।

- Advertisement -

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাজমাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

- Advertisement -google news follower

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ হাশিমপুর বাউলিয়া পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

হাশিমপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস মিঞা জানান, দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার মৃত আব্দুচ ছালামের ছেলে আব্দুল জব্বারের সাথে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাউলিয়া পাড়া এলাকার মো. সেলিমের মেয়ে নাজমা আক্তার (২২) এর সাথে বিয়ে হয় বিগত ৬/৭ বছর আগে। ওই দম্পতির ৪ বছর ও ৩ বছর বয়সী দুইটি সন্তানও রয়েছে।

- Advertisement -islamibank

গত একমাস আগে পারিবারিক কলহের জেরে নাজমা অভিমান করে বাবার বাড়ি চলে আসে। এসময় তিনি শ্বশুর বাড়ি ফেরেনি।

ঘটনার দিন (শুক্রবার) সন্ধ্যায় নাজমা রান্না করা অবস্থায় তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী জব্বারের হাতে থাকা প্লাস্টিকের বোতল থেকে অকটেন নাজমার গায়ে নিক্ষেপ করে। চুলার আগুনে তাঁর শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) রেফার করে। সেখানে ১০ঘন্টা চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫টায় নাজমা আক্তারের মৃত্যু হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের ভাই মো. তারেক বাদী হয়ে আব্দুল জব্বারকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলা দায়ের হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে শনিবার সকাল ৮টায় আসামি আব্দুল জব্বারকে দোহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM