মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারি রাতে শুটিং সেরে ফিরছিলেন। এ সময় গাড়ি চালাচ্ছিলেন তার চালক।
পয়সার মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারালে মেট্রো স্টেশনের নির্মাণ শ্রমিকদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়।
ভারতের মুম্বাইয়ের কান্দিভালিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তাতে ওই অভিনেত্রী ও তার গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক।
সূত্র জানায়, গাড়িটি দ্রুতগতিতে আসছিল। চালকের গাফিলতিতেই এ ঘটনা ঘটে। সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় গুরুতর আহত হওয়া থেকে ঐ অভিনেত্রী রক্ষা পান। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মারাঠি সিনেমা জগতে বেশ জনপ্রিয় ঊর্মিলা। দুনিয়াদারি, শুভমঙ্গল সাবধান, তি সাধ্যা কায় কারতে-র মতো সিনেমাতে তিনি অভিনয় করেছেন।
টেলিভিশনেও পরিচিত মুখ। প্রায় ১২ বছর ফের ছোটপর্দায় অভিনয় করতে ফিরেছেন ঊর্মিলা। তার স্বামী আদ্দিনাথ কোঠারি অভিনেতা এবং পরিচালক।
জেএন/পিআর