অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ির চাপায় শ্রমিকের মৃত্যু

বিনোদন ডেস্ক :

মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারি রাতে শুটিং সেরে ফিরছিলেন। এ সময় গাড়ি চালাচ্ছিলেন তার চালক।

- Advertisement -

পয়সার মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারালে মেট্রো স্টেশনের নির্মাণ শ্রমিকদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়।

- Advertisement -google news follower

ভারতের মুম্বাইয়ের কান্দিভালিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তাতে ওই অভিনেত্রী ও তার গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক।

সূত্র জানায়, গাড়িটি দ্রুতগতিতে আসছিল। চালকের গাফিলতিতেই এ ঘটনা ঘটে। সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় গুরুতর আহত হওয়া থেকে ঐ অভিনেত্রী রক্ষা পান। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -islamibank

মারাঠি সিনেমা জগতে বেশ জনপ্রিয় ঊর্মিলা। দুনিয়াদারি, শুভমঙ্গল সাবধান, তি সাধ্যা কায় কারতে-র মতো সিনেমাতে তিনি অভিনয় করেছেন।

টেলিভিশনেও পরিচিত মুখ। প্রায় ১২ বছর ফের ছোটপর্দায় অভিনয় করতে ফিরেছেন ঊর্মিলা। তার স্বামী আদ্দিনাথ কোঠারি অভিনেতা এবং পরিচালক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM