ভারতে ২১ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

প্রতিবেশী ডেস্ক :

ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারে জোরালো অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -

শনিবার দিনভর অভিযানে ভারতের মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছে অন্তত ২১জন বাংলাদেশি।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশটিতে লুকিয়ে থাকার অভিযোগে মহারাষ্ট্রে ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড)।

মহারাষ্ট্র এটিএস জানায়, ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নভি মুম্বাই, থানে ও শোলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় এ অভিযান চলছে। শনিবার ৭ জন পুরুষ এবং ৬ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -islamibank

এটিএস আরও জানায়, এসব বাংলাদেশিরা ভারতে এসে ভুয়া নথি দিয়ে আধার কার্ড বানিয়েছেন।

এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তবর্তী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফ সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা বাংলাদেশের রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এসেছেন বলে জানানো হয়েছে।

এদিকে অনুপ্রবেশ আশঙ্কায় পেট্রাপোল বেনাপোল সীমান্তের গ্রামগুলোতে সিসিটিভি বসানো হয়েছে।

এছাড়া দুটি পৃথক অভিযানে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আগরতলা স্টেশন থেকে ৭ জন গ্রেপ্তার হয়েছেন।

জানা গেছে, তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং ২ জন ভারতীয় দালাল। ত্রিপুরা পুলিশ সূত্র জানায়, গতকাল বেআইনিভাবে সীমান্ত পার করে আগরতলা স্টেশনে আসে ৫ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে ছিল দুই দালাল।

আগরতলা রেল পুলিশের এক পরিসংখ্যানে বলা হয়, গত পাঁচ মাসে আগরতলা রেল স্টেশনসহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় যৌথ অভিযানে প্রায় ৬০০ জন বাংলাদেশি এবং ৬৩ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM