শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের ছাত্র মোরসালিন আহমেদ মিরাজ।
ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় শিক্ষার্থী মিরাজের মুখে ব্লেড দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে চবি মেডিকেলে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এ শিক্ষার্থী।
জানা গেছে, রবিবার সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের শেষ দিকের বগিতে ছিলেন মিরাজ ও তাঁর এক বান্ধবী।
ওই বগিতে আর কোনো শিক্ষার্থী না থাকার সুযোগে দুই ছিনতাইকারী তাঁদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা ফোন ও টাকা নেওয়ার চেষ্টা করে। ভয় পেয়ে তাঁর বান্ধবী ট্রেন থেকে লাফ দিতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে মিরাজকে ধারালো ব্লেড দিয়ে আঘাত করা হয়।
এসময় ভুক্তভোগীর চিৎকারে ট্রেন থামানো হয়। তবে এর আগেই ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এ ঘটনার বিষয়ে আমরা শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রথমে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে, এবং তারা এর ব্যবস্থা নিচ্ছে।
জেএন/পিআর