চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বগুলা বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ তাইজ উদ্দিন (৪৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাইজ উদ্দিন ভোলা জেলার বালিয়া থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকার রাস্তার পাশ দিয়ে হাটছিলেন তাইজ উদ্দিন নামে এক পথচারী। এ সময় অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। সড়ক থেকে ছিটকে ঘটনাস্থলেই প্রাণ হারান তাইজ উদ্দিন।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত পথচারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জেএন/পিআর