মেধার বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেই: মেয়র

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পাঠ্যবইর পাশাপাশি বৈচিত্র্যময় বইর সাথে যুক্ত হওয়া প্রয়োজন মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার পূর্ব বাকলিয়া পাবলিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের নৈতিকতা, স্বাস্থ্য, ও মানসিক বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

- Advertisement -

মেয়র বলেন, শিক্ষার গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজন। মুখস্থ বিদ্যার বাইরে ছাত্র-ছাত্রীদের লাইব্রেরির বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ অভ্যাস শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে। তিনি নৈতিক শিক্ষার অপরিহার্যতা উল্লেখ করে বলেন, ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিক উন্নতি সম্ভব নয়। আলোকিত সমাজ গড়তে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গড়ে তুলতে হবে। মেয়র পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ধর্মীয় চর্চার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, সব ধর্মেই স্রষ্টার প্রতি প্রার্থনার গুরুত্ব আছে। নৈতিক উন্নতির জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা ও প্রার্থনা করতে হবে।

- Advertisement -google news follower

স্কুলে আসা মেয়েদের ইভটিজিংয়ের শিকার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, সমাজের সকল স্তরের মানুষ—মহল্লার সরদার, রাজনীতিবিদ, অভিভাবক, এবং শিক্ষক—এ বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইভটিজিং প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ।
মেয়র বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের চেতনা স্মরণ করে বলেন, শিক্ষার মাধ্যমে সমাজে ন্যায্যতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। একটি শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন।

মেয়র ৯-১৬ বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধক এই ভ্যাকসিনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এছাড়া অন্যান্য টিকা প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

- Advertisement -islamibank

মেয়র শিক্ষার্থীদের শারীরিক চর্চা ও খেলাধুলায় উৎসাহিত করেন। তিনি বলেন, শুধু লুডু বা দাবা নয়, ব্যাডমিন্টন এবং দৌড় প্রতিযোগিতার মতো শারীরিক কার্যক্রমে অংশ নিতে হবে। শারীরিকভাবে সক্রিয় থাকলে মন ভালো থাকবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে। সকালের নাস্তা বাদ দিলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে না। সকালের নাস্তায় দুধ, ডিম, এবং কলার মতো পুষ্টিকর খাবার খেতে হবে। এটি শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে।

এসময় পূর্ব বাকলিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনের (সাকিব) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদুর রহমান স্মৃতি সংসদের আহবায়ক মোঃ এমদাদুল হক বাদশা, সৈয়দ আব্দুল্লাহ আল সগীর, আলহাজ্ব মোঃ মহিউদ্দীন, আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ,জিন্নাত পারভীন, আকতার হোছাইন, নাসিমা ইয়াসমীন,শাহীন আক্তার চৌধুরী, শাহানা পারভীন, মোহাম্মদ ফরিদ, আব্দুল হাইসহ স্কুলের সকল সহকারী শিক্ষকবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM