কমলার জন্য একসময় প্রসিদ্ধ ছিল সিলেট। সেই সিলেটে দুই লাখ টাকায় বিক্রি হলো একটি কমলা। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জে এক ওয়াজ মাহফিলে নিলামে দুই লাখ টাকায় একটি কমলা কিনেছেন এক প্রবাসী। এ ঘটনায় সিলেট জুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলে অতিথি হয়ে এসেছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে মাদরাসারই শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন অতিথিকে একটি কমলা ও একটি আপেল খেতে দেন। অতিথি আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.) কমলাটি নিজে না খেয়ে নিলামে তুলেন।
পাঁচ হাজার টাকায় নিলাম ডাক শুরু হয়। ২৫ মিনিট ধরে চলা নিলামে শেষ পর্যন্ত ২ লাখ টাকায় কমলাটি কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত গোলাপগঞ্জের সন্তান ও নিউ ইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন।
সদ্য সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহেদ আহমদ বলেন, ‘ওয়াজ মাহফিলের অতিথি আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (রহ.) আপ্যায়নের জন্য এক প্রবাসী কমলাটি দিয়েছিলেন। কিন্তু আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.) সেটি নিলামে তুললে ২৫ মিনিটের মধ্যে কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘কমলা বিক্রির টাকা মাদরাসার উন্নয়ন কাজে ব্যয় করা হবে।’