২৪ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

দেশজুড়ে ডেস্ক :

দেশের নানা প্রান্তে গত শনিবার রাত থেকে গতকাল রবিবার রাত পর্যন্ত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোট ১৪ জন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী, ভাই-বোন ও দুই বন্ধু রয়েছেন।

- Advertisement -

শেরপুর : শেরপুরে মহাসড়কে বাসের চাপায় অটোরিকশাচালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশাচালক বাসের সামনে পড়েন এবং বাসটি অটোরিকশাটিকে পিষে দেয়।

- Advertisement -google news follower

এতে ঘটনাস্থলেই চালক এবং যাত্রী স্বামী-স্ত্রী, ভাই-বোনসহ পাঁচজন নিহত হন এবং হাসপাতাল নেওয়ার পর আরো এক নারীর মৃত্যু ঘটে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

নিহতরা হলেন অটোরিকশাচালক শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের গোল কামারিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে লোকমান মিয়া (৫৫), উত্তর আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান মাস্টার (৭৫), তাঁর স্ত্রী উম্মে কুলছুম (৬৫), নকলা উপজেলার গজারিয়া এলাকার দুই শিক্ষার্থী কামরুজ্জামান ইমন (২৪) ও তাঁর বোন অনার্স পড়ুয়া মাইশা জেসমিন মীম (২০) এবং পশ্চিম চিথলিয়া গ্রামের সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নীনা রানী (৪৫)।

এদিকে শেরপুরের নকলায় শারীরিক অসুস্থতায় দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ১০ মিনিট পর মোটরসাইকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় এক ইমাম নিহত হয়েছেন।

নিহত হাফেজ মাওলানা উসমান গনি (৪৫) নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে এবং স্থানীয় তাকওয়া মসজিদের ইমাম।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. তাইজুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইজুদ্দিন ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর এলাকায় রবিবার সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হন। নিহত বাসচালক সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবু আহমেদের ছেলে মো. মুসা (৪৫)।

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অয়ন (৩৫) নামের এক যুবকের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত অয়ন উপজেলার দৌলতপুর গ্রামের সংগ্রাম মিয়ার ছেলে।

দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেলে গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় এবং রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।

দিনাজপুর : দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উচিতপুর বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হন।

শনিবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনায় নিহত দুই বন্ধু হলেন দিনাজপুর সদর উপজেলার খোদ মাধবপুর মিস্ত্রীপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল রহমান (২৫) ও দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের ডাইলার মোড় এলাকার আবেদ মুন্সির ছেলে আব্দুল্লাহ (২৪)।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় বাসচাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম দীলিপ চন্দ্র মহন্ত (৫২)।

তিনি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত দিগম্ভর মহন্তর ছেলে। দীলিপ ওই ইউনিয়নের কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জামালপুর : জামালপুর সদর উপজেলায় শিক্ষক দম্পতি ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্বামীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাতে সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম রাজু আহমেদ। তিনি জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

তিনি সদর উপজেলার নান্দিনা বাজার এলাকার লিয়াকত আলীর ছেলে। তাঁর আহত স্ত্রীর নাম সাদিয়া আক্তার। তিনি জামালপুর শহরের সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM