চট্টগ্রামের নতুন পুলিশ সুপার সাইফুল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর।

- Advertisement -

এর মধ্যে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে মো. সাইফুল ইসলাম সানতুকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার ছিলেন।

- Advertisement -google news follower

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি করা হয়েছে। আবু সায়েম প্রধানের আদেশ বাতিল করে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

- Advertisement -islamibank

এছাড়া অন্যদের মধ্যে সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM