সিআরবিতে একাধিক রিকশাকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে প্রাইভেটকার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবির সাত রাস্তার মোড় এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়ে।

- Advertisement -

কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুই থেকে তিনটি রিকশাকে ধাক্কা দিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডের উপর উঠে যায়।

- Advertisement -google news follower

এতে তিনজন রিকশাচালক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

আহত রিকশাচালকরা হলেন সোহরাব হোসেন (৩৫), রানা মিয়া (২৬) ও মো. রুবেল (৩৪)। তারা চমেক হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

- Advertisement -islamibank

এসব তথ্য নিশ্চিত করে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ জানান, দুর্ঘটনার সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি জব্দ করেছি। কারের মালিকও পুলিশ হেফাজতে রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM