জুয়েলারি দোকান থেকে স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও কর্মচারী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর রামদাস মুন্সি হাটস্থ আল আমিন শপিং সেন্টারের দক্ষিণ পাশের মর্ডাণ অনুরুপা গোল্ড নামে একটি জুয়েলারি দোকানে চুরির গটনা ঘটেছে।

- Advertisement -

এ বিষয়ে বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক সাজু ধর।

- Advertisement -google news follower

গতকাল সোমবার রাতে অভিযোগে সাজু ধর উল্লেখ করেন, দুপুরে বাড়িতে গেলে তার দোকানের কর্মচারী উপজেলার বারো মাসিয়া চৌমুহনী এলাকার নেপাল দের ছেলে টিটু দে (২৮) দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পরেও প্রতারক টিটুর কোন সন্ধান না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানায় প্রতারণার শিকার সাজু ধর।

- Advertisement -islamibank

এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার জানান, দোকান থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে কর্মচারী উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে জানায় এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM