দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের প্রেসিডেন্ট শুক্রবার এক বৈঠকে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে যা যা দরকার তা করতে নির্দেশ দেন। খবর রয়টার্সের
দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, চীন সাম্প্রতিক সময়ে তাদের সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়িয়ে তোলার ওপর আগের তুলনায় অনেক বেশি জোর দিচ্ছে।
শি দেশটির সেনাবাহিনীকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে কৌশল পর্যালোচনা এবং যুদ্ধের প্রস্তুতি ও তা চালিয়ে নেয়ার দায়িত্ব নিতে বলেছেন।