বন্ধ কারখানাগুলো খুলছে আজ

নতুন বছরে আশা জেগেছে এস আলম গ্রুপে কর্মরত ১২ হাজার শ্রমিকের

অনলাইন ডেস্ক

বন্ধ থাকা ৯ কারখানা বছরের প্রথম দিন বুধবার থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।

- Advertisement -

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।

- Advertisement -google news follower

কারখানাগুলো হলো— চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড।

এর মধ্যে ঢাকাভিত্তিক গ্যালকো স্টিল ছাড়া বাকি সব কারখানাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মইজ্জারটেক এলাকায় অবস্থিত। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আশা জেগেছে কারখানাগুলোতে কর্মরত অন্তত ১২ হাজার শ্রমিক।

- Advertisement -islamibank

বন্ধ হওয়া এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার একটা নোটিশ পেয়েছি। আগামীকাল (বুধবার) থেকে কারখানা চালু করা হবে।

তবে কী কারণে কারখানা বন্ধ এবং খোলাও হলো এসব বিষয় তিনি পরিষ্কার করে কিছু বলতে পারেনি।

এর আগে গত ২৪ ডিসেম্বর এস আলম গ্রুপের আটটি কারখানা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন দুপুরে প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ কারখানাগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM