চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগ পেয়ে গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের নের্তৃত্বে উপজেলার চরম্বা ইউনিয়ন, কলাউজান ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ও পদুয়া ইউনিয়নে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফসলি জমির টপসয়েল কাটার সত্যতা পাওয়ায় উত্তর কলাউজানের মৃত ফৌজুল কবিরের ছেলে এরশাদ হোসেনকে ২ লক্ষ, আমিরাবাদের মো আবদুল মমিনকে ২ লক্ষ এবং পদুয়া স্কুল গেইট এলাকার মফিজুর রহমানের ছেলে জুনাইদ বোগদাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৪টি ড্যাম্পার জব্দ করা হয়।
বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া উপজেলা ক্যাম্পের একটি টিম,উপজেলা পরিষদের নাজির ও আনসার সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেছেন।
জেএন/পিআর