চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ আবুল কাসেম (৭৫) মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশ।
গ্রেপ্তার মুহাম্মদ আবুল কাসেম ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে। তিনি ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে অক্টোবরে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ হেলাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএন/পিআর