বাঁশখালীতে আগুনে ২ বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নস্থ মিনজিরিতলা আইম্যার বাপের পাড়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে লাগা এ আগুনে নাসির উদ্দিন ও আব্দুল করিমের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে গেছে।

- Advertisement -

তাছাড়া আগুন নিয়ন্ত্রন করতে এসে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থরা দাবি করছে বেদ্যুতক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে।

- Advertisement -google news follower

এতে দুটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, দুটি ছাগল, হাস-মুরগিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ জানান, ভোররাতে হঠাৎ আগুন লেগে চারপাশ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

- Advertisement -islamibank

তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা পরস্পরের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানালেন বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM