চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নস্থ মিনজিরিতলা আইম্যার বাপের পাড়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে লাগা এ আগুনে নাসির উদ্দিন ও আব্দুল করিমের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে গেছে।
তাছাড়া আগুন নিয়ন্ত্রন করতে এসে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থরা দাবি করছে বেদ্যুতক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে।
এতে দুটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, দুটি ছাগল, হাস-মুরগিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ জানান, ভোররাতে হঠাৎ আগুন লেগে চারপাশ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা পরস্পরের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানালেন বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান।
জেএন/পিআর