বোয়ালখালীতে সিএনজি-বাইকের সংঘর্ষে আহত ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া সড়কের তালতল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -

আহতরা হলেন- আবদুল্লাহ আল মাজিদ তাসনিম (১৭), আব্দুল গফুর আনাছ (১৮) ও আবিদ (১৬)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল নিয়ে তিন কিশোর উপজেলার দাশের দিঘি এলাকা থেকে পৌর সদরের দিকে যাচ্ছিলেন। বাইকটি তালতল এলাকায় পৌছালে বিপরীতমূখী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।

এ সময় বাইক থিকে ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

- Advertisement -islamibank

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিন কিশোরকে হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা শেসে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM