খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

অনলাইন ডেস্ক

হালনাগাদ শেষে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

- Advertisement -

এতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

- Advertisement -google news follower

ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

- Advertisement -islamibank

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আছে। এগুলোর মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল। আর বাকি চার লাখ বিভিন্ন অফিসে এসে নিবন্ধন করেছেন। অর্থাৎ, খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার থাকতে পারে। এটা ১ জানুয়ারি থেকে সন্নিবেশ করা হবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এ তথ্য পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই নিবন্ধন শেষ করেন না। এই সংখ্যা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ