চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)তে বড় রদবদল হয়েছে। নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে ওয়াহিদুল হক চৌধুরীর নাম জানানো হয়।
এদিকে সিএমপিতে দীর্ঘদিন ধরে থাকা তিন শীর্ষ কর্মকর্তাকে পুলিশের দুটি বিশেষায়িত শাখায় বদলি করা হয়েছে। অন্যদিকে নতুন দুজনকে সিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বান্দরবানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে দায়িত্বরত ওয়াহিদুল হক এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন।
সিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং গোয়েন্দা শাখার (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
দুজনই আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এছাড়া সিএমপির ট্রান্সপোর্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) নেছার উদ্দিন আহমেদকে সিএমপিতে উপ-পুলিশ কমিশনার এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা কে সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেএন/পিআর