ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটায় কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় এক ব্যক্তিকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

পাশাপাশি তার কাছ থেকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

- Advertisement -google news follower

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাজা ও জরিমানার এ আদেশ দেওয়া হয়। এসময় মাটি বহনের কাজে ব্যবহৃত ৩টি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মো. রাব্বি (৩৩)। সে ওই এলাকার মৃত কামরুজ্জামান কামালের ছেলে।

- Advertisement -islamibank

সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন জানান, রাতের আঁধারে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের টিম নিয়ে ঘটনাস্থলে যায়।

সেখানে টপসয়েল কাটার সময় রাব্বি নামের এক ব্যক্তি হাতে নাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে সে তার স্বীয় অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরো ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাছাড়া ঘটনাস্থল থেকে জব্দ ৩টি ড্রাম ট্রাক নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM