মা ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি মাছধরার ট্রলারসহ ৩১ জন আটককৃত জেলে আদালতের মাধ্যমে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলা পুলিশ কর্মকর্তারা জেলেদের কোষ্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী কারাগারের জেল সুপার মাহবুবুল আলম।
এর আগে গত ১৬ অক্টোবর মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ ৩১ জেলেকে আটক করে নৌ বাহিনী। তারা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ সাংবাদিকদের জানান, দুই দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, এ সময় পোস্টগার্ডের দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন, পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট সাকির জানান, মংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরো ৬৪ ভারতীয় জেলের মুক্তি সম্পন্ন হওয়ার পর এবং আটককৃত ট্রলার চলাচল উপযোগী করে আগামী দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত জেলেরা কোস্ট গার্ডের হেফাজতে থাকবে।
জেএন/পিআর