শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে বেশ কিছু হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি। প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রে কাজ করেও।
অন্যদিকে কলকাতার হিরো দেব। তার সিনেমা মানেই হিট। গেল বছরের শেষেই ভক্তদের উপহার দিলেন ব্লকবাস্টার সিনেমা ‘খাদান’। এবার একসঙ্গে জুটি বাঁধছেন ফারিণ-দেব।
নতুন বছরের শুরুতে ‘রঘু ডাকাত’র নতুন আরও এক ছবির ঘোষণা করলেন দেব। যে গল্পে উড়বে প্রজাপতি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি টু’।
সেখানে দেব লিখেছেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী সিনেমা প্রজাপতি টু।’
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সিনেমার মতো দেবের বাবার চরিত্রে আবারও দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
চলতি বছরের মার্চ মাসে দেব-মিঠুনের সিনেমার শুটিং শুরু হবে। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেব ও মিঠুনের অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে।
ফের নির্মাতা অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। পাশাপাশি নতুন চমক হিসেবে থাকবে ফারিণ।
জেএন/পিআর