আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত ৫

দেশজুড়ে ডেস্ক

যশোরে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা সবাই এখন শঙ্কামুক্ত।

- Advertisement -google news follower

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলীর পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় তারা পদদলিত হন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের দাবি অন্তত ৩০ জন আহত হয়েছেন।

- Advertisement -islamibank

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল।

এ সময় ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এতে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান।

এতে পদদলিত হয়ে তারা আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।

বিশেষ করে আন্তজার্তিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারীর আসর খবরে মাহফিল প্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাটে।

এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হতাহতের তথ্য এখনও নিশ্চিত হতে পারিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM