জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শপথ নেবেন রোববার (৬ জানুয়ারি)। এদিন বেলা ১১টার দিকে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে শপথ নেবেন বলে নিশ্চিত করেছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
এর আগে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিলেও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এরশাদ। শপথ নেওয়ার পর জাতীয় পার্টির সাংসদেরা সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানান।
তবে শুক্রবার হুসেইন মুহাম্মদ এরশাদের সই করা বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টিই হতে যাচ্ছে একাদশ সংসদের প্রধান বিরোধী দল। আর বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান এরশাদ। দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না।
শনিবার (৫ জানুয়ারি) এরশাদ দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্তের কথা জানান।