কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

অনলাইন ডেস্ক

কক্সবাজারের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আটক করা হয়েছে ১৫ জনকে।

- Advertisement -

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর গোলার চরে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন মিয়ানমার থেকে নাফ নদীর গোলারচরে প্রবেশকালে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু নৌকা নিয়ে তারা দ্রুত বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তাদের তাড়া করে। এ সময় নৌকা থেকে কোস্টগার্ডের সদস্যকে লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ডও গুলি করে। পরে নৌকাটিকে আটক করা সম্ভব হয়। যেখানে ১৬ জনকে আটক করে তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন।

- Advertisement -islamibank

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ভোর ৪টার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। পরে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাত এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM