যমুনা রেলসেতুতে আজ পূর্ণগতিতে চলবে ট্রেন

অনলাইন ডেস্ক

যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে আজ পূর্ণ গতিতে ট্রেন চলবে। পরীক্ষামূলকভাবে এই ট্রেন সোমবারও চলবে।

- Advertisement -

গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলানো হয়েছিল, তবে এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলাচল করবে।

- Advertisement -google news follower

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রোববার এবং পরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতুতে চলাচল করবে—একটি ট্রেন পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে, আর অন্যটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানিয়েছেন, দুই দিন এই পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সেতুতে ট্রেন চলানোর জন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা তা মূল্যায়ন করা হবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘আমরা পরীক্ষা করব যে, সেতুতে পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য সব কিছু প্রস্তুত কি না এবং কোথাও কোনো ত্রুটি থাকলে তা ঠিক করা হবে।’

ট্রেন চলা পরিদর্শনে রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর উদ্বোধন আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে।

প্রকল্পটির নির্মাণ কাজ ২০২০ সালের আগস্ট মাসে শুরু হয় এবং এর ব্যয় বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা দাঁড়ায়। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২০ লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM