দেশজুড়ে আসন্ন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট– ২০২৪ চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে মিডিয়া উপ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকালে এম এ আজিজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে এ সভা হয় উপকমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক করার জন্য এবং টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে কমিটির নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম নিশাদ,ইমরান এমি, নুরউদ্দীন খাঁন সাগর, নুর জাহেদ বাবলু, ইয়াছির আরাফাত, মোহাম্মদ নায়াব উদ্দিন, মোহাম্মদ মুরাদ, কাউসার ফাহিম প্রমুখ।
জেএন/এমআর