চলচ্চিত্র পরিচালক সালাহউদ্দিন জাকী গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে।
কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ রেয়ান আনিসের তত্ত্বাবধানে আছেন।
সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ১৯৮০ সালের সাদাকালো রোমান্টিক নাট্য চলচ্চিত্র ‘ঘুড্ডি’। যেখানে জুটি হয়েছিলেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। কালজয়ী এই সিনেমা ছাড়াও তিনি নির্মাণ করেন আয়না বিবির পালা, লাল বেনারসি।
এছাড়া অসংখ্য নাটক, টেলিছবি আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। সিইও হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন এসএ টিভিতে।
‘ঘুড্ডি’ চলচ্চিত্রটির সংলাপ রচনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জাকী।