পার্বত্য ৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশজুড়ে ডেস্ক :

পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

- Advertisement -

রোববার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

- Advertisement -google news follower

একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আদেশ হাতে পাওয়ার ১ সপ্তাহের মধ্যে এই তিন জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। উক্ত কার্যক্রম সম্পর্কে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন আরও চারজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো. তানিম খান।

- Advertisement -islamibank

এদিকে, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করেন। রিট পিটিশনে বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়।

পরে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এ বিষয়ে বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবির’র পক্ষে আদালতে একটি আবেদন করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM