চান্দগাঁওতে অপহৃত কিশোর ঋতুকে পাওয়া গেল লক্ষীপুর, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে ঋতু নাথ নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পেয়ে অভিযানে নেমে অপহৃত কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

- Advertisement -

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে একই এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে অপর এক কিশোরকে গ্রেপ্তার করে টিম চান্দগাঁও।

- Advertisement -google news follower

গ্রেপ্তার কিশোরের নাম আসিফ হোসেন (১৬)। আসিফ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন টাওয়ার বিল্ডিং ময়দার মিল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করলেও তার গ্রামের বাড়ি লক্ষীপুর বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানায়, থানায় ঋতু নাথ নামে এক কিশোরকে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করেন তাঁর অভিভাবক।

- Advertisement -islamibank

পরে অপহৃত কিশোরের অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM