সাঙ্গু নদীতে কোস্টগার্ডের অভিযান: অস্ত্র-বোটসহ আটক ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাঙ্গু নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি অস্ত্র ও বোটসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে তাদের আটক করা হয়।

- Advertisement -

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক রবিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গু নদীর মোহনায় কোস্টগার্ডের টিম অভিযানে যায়।

- Advertisement -google news follower

এসময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে বোটটিকে ধাওয়া করে জব্দের পর বোটে তল্লাশী চালায় কোস্টগার্ড। এতে বাণিজ্যিক জাহাজ থেকে চুরির সরঞ্জামাদি (৩টি দেশীয় অস্ত্র, ৩টি সেলাই রেঞ্জ, ১টি হ্যাক্সো ব্লেড, ১টি লোহার হুক, ৪টি স্পিনার, ৬০ লিটার ডিজেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং চুরিরসাথে সম্পৃক্ত ৩ জনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

- Advertisement -islamibank

আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকার চোরচক্র জাহেদ গ্রুপের সদস্য।

এর আগে গত শুক্রবার আনুমানিক রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করেছে কোস্টগার্ড।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM