সাতক্ষীরার সীমান্ত এলাকা দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছয়ঘরিয়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল বলেন, ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাবে বলে গোপনে খবর পান তারা।
এর প্রেক্ষিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কমকর্তা।
জেএন/পিআর