সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী এরশাদ আলম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী মো. এরশাদ আলম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (৫ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এরশাদ উত্তর চান্দগাঁও বেপারি পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

- Advertisement -google news follower

জানা গেছে, এরশাদ মহানগর যুবলীগ কর্মী। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় হামলায় জড়িত ছিলেন গ্রেপ্তার এরশাদ।

- Advertisement -islamibank

গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি এরশাদ। রবিবার রাতে গোপন সোর্সের খবরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে টিম চান্দগাঁও। তাকে আদালতে পাঠানো হবে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM