চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন চসিক দক্ষিণ পাহাড়তলী ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ গ্রামের গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই আগুনে আলী মোল্লা বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সুজন নামে এক অটোরিকশা চালকের ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের সিনিয়র রিংস্টেশন অফিসার আব্দুল মান্নান।
তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে বসতঘরের মালামাল পুড়ে অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেএন/পিআর