সৌদি আরবে জারি হয়েছে নতুন এক আইন। এ আইনের ফলে দেশটির নারীরা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাদের বিচ্ছেদ কার্যকর হওয়ার তথ্য জানতে পারবেন।
কারো বিচ্ছেদের আবেদন অনুমোদন হলে আদালত এসএমএস পাঠিয়ে নারীদের নিশ্চিত করবে। রোববার (৬ জানুয়ারি) থেকে এ আইন কার্যকর হয়েছে।
এর ফলে দেশটিতে হঠাৎ বিচ্ছেদের প্রবণতা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। যা দেশটিতে ‘গোপন তালাক’ নামে পরিচিত। এর আগে স্ত্রীকে না জানিয়ে বিয়ে ভেঙ্গে দিতে পারতেন স্বামীরা।
নতুন আইনে নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন এবং বিয়ের পরবর্তী খোরপোশের অধিকার রক্ষা করতে পারবেন।