বিদেশ পালাতে গিয়ে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম সুমন।
রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তরুণ এ শিল্পপতি।
গ্রেপ্তার সাইফুল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুদকের দুর্নীতি, হাটহাজারীর হত্যাসহ একাধিক মামলার আসামি সুমন আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন।
সবশেষে রবিবার রাতে ঢাকা বিমান বন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আগে থেকে সতর্কাবস্থানে থাকায় শেষ রক্ষা হলো না তার। আটক করে তাকে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর