চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পাসপোর্ট অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।
সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিক্ষুদ্ধ জনতা তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। তাছাড়া ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও জনতা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে ছেলের পাসপোর্ট আনতে ব্যক্তিগত গাড়ি করে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন।
এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শণ করে দাবি করেন, নেজাম উদ্দিন কোতোয়ালী থানার ওসি থাকাকালীন তাদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন।
বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, নেজাম উদ্দীনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে নেজাম উদ্দীন আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় জমতে শুরু করে। থানার সামনে বিএনপির একাধিক নেতা তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ঘটনাস্থলে ভিড় করে।
নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।
জেএন/পিআর