রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউসের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমে জানান, খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, পুরানা পল্টনে ভবনে লাগা আগুনে উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেএন/পিআর