নতুন বউ রোজাকে নিয়ে হানিমুনে মালদ্বীপ গেলেন তাহসান

বিনোদন ডেস্ক

দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

- Advertisement -

গত ৪ জানুয়ারি সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাহসান-রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। আর আজ জানা গেল তাদের হানিমুন যাত্রার খবর।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের ফ্লাইটে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে।

তবে দ্বীপরাজ্যে নতুন এই দম্পতি কতদিন থাকবেন তা জানা যায়নি।

- Advertisement -islamibank

তবে বিয়ের খবর প্রকাশের পর থেকেই নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বেশিরভাগই বলছেন, অবশেষে চাঁদ খুঁজে পেলেন তাহসান।

এদিকে তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন।

পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। সামাজিকমাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।

এদিকে জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও।

বিয়ের দুদিনের মাথায় নতুন গান ‘একা ঘর আমার’ লিখেছেন এবং সুর দিয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় ওই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত তাহসান হলুদ পাঞ্জাবিতে সজ্জিত ছিলেন। ডান হাতের তালুতে ছিল মেহেদির ‘আর’ অক্ষর লেখা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM