যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দৌলতপুর সীমান্তে দুদেশের অধিনায়ক পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ার।
তিনি বলেন, আমার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। আর ভারতের পক্ষে ৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিল।
বৈঠকে শীতকালীন সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও মানবপাচার বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ এসব অপরাধ দমন ও প্রতিরোধে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড বন্ধে বিএসএফের সহযোগিতা কামনা করেছি। বিএসএফের অধিনায়ক এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
জেএন/পিআর