হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে এক নারী তার ছেলেকে জড়িয়ে কান্না করছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। ভিডিওতে দেখা গেছে, ছেলের মুখ ফোলা ও বাম চোখে রক্ত জমাট বাধা।
বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ৯ টায় আন্তর্জাতিক আগমনী কেনপি-২ এলাকা সামনে এই ঘটনা ঘটে। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ওই সময় দেশে আসা দুটি যাত্রীর সঙ্গে একজন বিমানবাহিনীর সদস্যের তর্ক হয়, যা এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে পরিণত হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ভিডিও ভাইরাল
ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগের তীব্র সমালোচনা শুরু হয়।
প্রাথমিক তদন্ত
প্রাথমিক তদন্তে জানা যায়, ৫ জন যাত্রী লাগেজ নিয়ে কেনপি-২ এলাকা দিয়ে বের হচ্ছিলেন। এক যাত্রী ট্রলি সহ গেটের সামনে দাঁড়িয়ে থাকায় অন্য যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এক নিরাপত্তা কর্মী তাকে সরে যেতে বললে, ওই যাত্রী তা উপেক্ষা করেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
নিরাপত্তা কর্মী আহত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ‘যাত্রীদের একজন নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত করেন এবং তারা ওই কর্মীকে কিলঘুষি মারতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ও এভিয়েশন সিকিউরিটি সদস্যরা এগিয়ে আসেন।’
তদন্ত চলমান
বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জেএন/এমআর