চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অচেনা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
গতকাল বুধবার বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক সংলগ্ন কর্ণফুলী নদীর সাম্পান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে ভিকটিমের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরনে সাদা গ্যাবার্ডিনের হাফ প্যান্ট ও জিন্সের কালো ফুল প্যান্ট ছিল। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাড়ি রয়েছে।
পরিচয় শনাক্তে বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে বলেন এ কর্মকর্তা।
জেএন/পিআর