চান্দগাঁও থানার ধর্ষণ মামলার আসামি বায়েজিদে ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি মোহাম্মদ হোসেন মধুকে (৪০) নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মধু চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার মোহাম্মদ মান্নানের ছেলে।

র‍্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মো. সাদমান সাকিব জানান, গত ৫ সেপ্টেম্বর মধুর বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

- Advertisement -islamibank

তিনি গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM