চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে মো. সাবের (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিকের এআইডি নিয়ে কথা বলতে গেলে ফেঁসে যায় এ যুবক।
উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, পরিচয় গোপন করে আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলে দেয়ার আবেদন করতে আসে সাবের। তার কথা বার্তা অসংলগ্ন দেখে সন্দেহ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করে পটিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জেএন/পিআর