সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী বোরহান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী বোরহানকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের চান্দগাঁও থানার আরকান সড়কের বাহির সিগন্যাল এলাকার ফোরএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -google news follower

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার বোরহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সোর্সের তথ্যে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর চান্দগাঁও পুলিশের টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে জানিয়ে সাজ্জাদ শিগগিরই ধরা পড়বে বলে জানিয়েছে ওসি।

- Advertisement -islamibank

গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে অভিযান চালালেও ব্যর্থ হয় পুলিশ। দুই পুলিশ সদস্যসহ মোট চারজনক গুলিবিদ্ধ করে পালান সাজ্জাদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM